Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeরাজনীতিশরীফ ওসমান হাদীর মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক।

শরীফ ওসমান হাদীর মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তার খন্দকার আব্দুল মুক্তাদির মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সারা দেশের মানুষের মতো আমিও গভীর শোকাহত। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে শরীফ ওসমান হাদীর অবদান এদেশের ইতিহাসে অক্ষয় অম্লান হয়ে থাকবে। বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন মুক্ত কণ্ঠ- উচ্চকণ্ঠ। ফলে এদেশের মুক্তি কামী মানুষ শরীফ ওসমান হাদীকে তাদের একান্ত আপন জন হিসেবে বরণ করে নিয়েছিলেন। শরিফ ওসমান হাদী এদেশের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছিলেন। যারা হাদির আধিপত্যবাদ বিরোধী অবস্থানকে মেনে নিতে পারেনি, তারাই শরীফ ওসমান হাদীকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। আমি অবিলম্বে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপাশি সিলেট সহ সারা দেশের মানুষের প্রতি আমার আহ্বান আসুন আমরা সবাই মিলে ধৈর্য ও সাহসিকতার সাথে এবং সহনশীলতার মধ্য দিয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করি। আর পরিস্থিতির সুযোগ নিয়ে কোন স্বার্থান্বেষী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে এবং জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
সকল মৃত্যুই বেদনার। সকল বিপর্যয়-ই দুর্ভাগ্যের। আসুন সবাই মিলে শরিফ ওসমান হাদীর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টা চালিয়ে যাই। পরম করুনাময় আল্লাহ রাব্বুল আ’লামীন আমাদের সবাইকে ধৈর্য ধারনের তৌফিক দান করুন। আমিন।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: