Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeসারা বাংলাশহীদ ওসমান হাদী ও জুলাই শহীদদের স্মরণে সমাবেশ ও দোয়া মাহফিল।

শহীদ ওসমান হাদী ও জুলাই শহীদদের স্মরণে সমাবেশ ও দোয়া মাহফিল।

সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকাবাসীর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী ও জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। গত সোমবার (১২/০১/২০২৬) রায়নগর দপ্তরীপাড়া এলাকাবাসীর উদ্যোগে ও ইউকে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন নর্থের দাওয়াহ সেক্রেটারি শাকির আমিম তাহরিমের সার্বিক সহযোগিতায় শহীদ ওসমান হাদি ও জুলাই শহীদদের ন্যায় বিচার প্রাপ্তির দাবিতে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আপ বাংলাদেশের মৌলভীবাজার জেলার যুগ্ন সদস্য সচিব আব্দুস সামাদ মুন্নার সঞ্চালনায় উক্ত সমাবেশে কুরআন থেকে তেলাওয়াত করেন শাকির আমিম তাহরিম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউকে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন নর্থের ইনচার্জ মাওলানা ফেরদৌস চৌধুরী, সিলেট জেলা এনসিপির যুগ্ম আহবায়ক হিফজুর রহমান খাঁন, সিলেট জেলা জুলাই যুদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রহিম, আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক রিজওয়ানুল বারী, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা সালাহউদ্দিন মিরাজ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন দপ্তরিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা আব্দুস শহীদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদৌস চৌধুরী বলেন, “আগামী জাতীয় নির্বাচনে যারা শহীদ ওসমান হাদি ও জুলাই শহীদদের ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করবে, তাদেরকে আপনারা ভোট দিবেন।” এছাড়াও তিনি গণভোটে “হ্যাঁ” তে সিল মারার জন্য উপস্থিত জনসাধারণকে উদ্ভুদ্ধ করেন। বিশেষ অতিথির বক্তব্যে রিজওয়ানুল বারী বলেন, “রাজধানী ঢাকার বুকে প্রকাশ্য দিবালোকে শহীদ ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।” তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় অন্তর্বতী সরকারের কঠোর সমালোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে সালাহউদ্দিন মিরাজ বলেন, “আধিপত্যবাদ বিরোধী অকুতোভয় সৈনিক শহীদ ওসমান হাদি ছিলেন ইনসাফের মূর্ত প্রতীক, যিনি তার শত্রুর জন্যেও ইনসাফ চেয়েছেন।” সমাবেশে কাজী নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন জুলাই ওয়ারিয়র্স সিলেট জেলার আহ্বায়ক রেদওয়ান রাফি। সমাবেশ শেষে দপ্তরিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম হাফিজ মাওলানা আব্দুস শহীদ উপস্থিত সকলকে নিয়ে শহীদ ওসমান হাদি ও জুলাই শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং তাদের শাহাদাতের সর্বোচ্চ সম্মান কামনা করেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: