Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Homeরাজনীতিশহীদ জিয়ার জন্মদিনে কয়েস লোদীর ফ্রি ডেন্টাল ক্যাম্প।

শহীদ জিয়ার জন্মদিনে কয়েস লোদীর ফ্রি ডেন্টাল ক্যাম্প।

শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম
অবিস্মরণীয়: খন্দকার পাশা।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১৯ জানুয়ারি) সকালে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতাল সহযোগিতায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর আয়োজনে হাসপাতাল প্রঙ্গানে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কমিউনিটি নেতা সিবিক্স সোসাইটির সভাপতি খন্দকার পাশা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শকে এদেশের মানুষ সারা জীবন স্মরণ রাখবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি দেশের মাটি ও মানুষকে ভালবাসতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়তে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ছুটে গিয়েছিলেন। শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি দেশের উন্নয়নে মাইলফলক ছিল। বাংলাদেশ যতদিন থাকবে সফল রাষ্ট্রনায়ক হিসাবে শহীদ জিয়ার নাম এদেশের মানুষে অন্তরে গাঁথা থাকবে।
কয়েস লোদীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা গোলাম জাকির চৌধুরী, সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব শুয়াইব আহমদ শুয়েব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপি, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলী, সেন্ট্রাল ডেন্টাল কলেজের পরিচালক ডা. সোলেমান আহমদ প্রমুখ।
ফ্রী ডেন্টাল ক্যাম্প তত্বাবধান করেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক ডা.মুমিনুল হক, সহকারি অধ্যাপক ডা. রেবেকা বিনতে জালাল, ডা. ফারিজা সাবরিনা, ডা. ফাহিদ হাসান, ডা. মনোরঞ্জন সরকার, ডা. আসাদুর রহমান, ইন্টার্ন ডা. শাহরিয়ার শহীদ আসাদ, ডা. সৈয়দা তাহা জামান তান্নি, ডা. নানজিবা বেগম।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, মহানগর তাঁতী দলের আহ্বায়ক কয়েস আহমদ, মহানগর তাঁতী দলের সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মুমিন, মুহিব আহমদ, বিএনপি নেতা ইমু চৌধুরী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কামরুল হাসান হেলাল, মিজানুর রহমান নেছার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: