মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশনের (ডেজা) ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শেরে-ই-বাংলা নগরের জিয়া উদ্যানে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ্যাবের আহ্বায়ক এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য ও নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। এ্যাবের সাবেক মহাসচিব ও আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ডেজা’র সভাপতি প্রকৌশলী রুহুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু। এছাড়াও বিশিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ এ্যাব ও ডেজা’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ফ্যাসিবাদ মুক্ত বাংলাকে নতুনভাবে গড়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ডেজা’র পূর্ণাঙ্গ কমিটি এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।