শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সোনামসজিদ গৌড় শিশু পার্ক চত্বরে শাহাবাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেতাউর রহমানের সঞ্চালনায় শাহাবাজপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাবাজপুর ইউনিয়ন বিএনপি’র ১নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল করিম মহাজন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রোমান। এ সময় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালবাসার আঙিনা বিএনপি আর ভালবাসার প্রতীক ধানের শীষ।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের
বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।