Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনশিক্ষাহীন নারী সামনে এগিয়ে যেতে পারেন না : শফি আহমদ চৌধুরী।

শিক্ষাহীন নারী সামনে এগিয়ে যেতে পারেন না : শফি আহমদ চৌধুরী।

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, নারী শিক্ষা ছাড়া দেশ ও জাতির অগ্রগতি সম্ভব নয় কেননা শিক্ষাহীন নারী সামনে এগিয়ে যেতে পারেন না। তাই নারী শিক্ষার অগ্রগতির জন্যই আমি মহিলা কলেজ প্রতিষ্ঠা করি। ইনশাআল্লাহ কলেজের উন্নয়নে আমার প্রচেষ্টা আজীবন অব্যাহত থাকবে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শনে এসে ছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কলেজের সাফল্যে আমি গর্ববোধ করি, আমার মনটা ভরে যায়। কলেজের ফলাফল, সহশিক্ষা কার্যক্রমের সাফল্য আমাকে আনন্দিত করে।
কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা এর এন্ডোভাসকুলার এবং লেজার সার্জন প্রফেসর ডাঃ নিয়াজ আহমেদ চৌধুরী, মদন মোহন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক এম আতাউর রহমান পীর, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী, ওয়াকফ এস্টেট এর মতোওয়াল্লী জুলহু মিয়া চৌধুরী, দাতা সদস্য হাবিবুর রহমান চৌধুরী, অভিভাবক সদস্য মোঃ জিয়াউর রহমান ও মো জামাল উদ্দিন, সমাজসেবী মঈনুল ইসলাম মঞ্জুর, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক তপতী রায়, শেখ মোহাম্মদ আব্দুর রশিদ ও মোহাম্মদ মহি উদ্দিন, শফি আহমদ চৌধুরী এর সুযোগ্য নাতি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থী আয়ান চৌধুরী। এছাড়াও কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: