শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কারণ সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার মান বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের একযোগে কাজ করার মাধ্যমে শিক্ষার মান উন্নত করা সম্ভব।
তিনি বলেন, অভিভাবকদের মোবাইল ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখা, তাদের পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া এবং বিদ্যালয়ের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়া প্রয়োজন। শিক্ষকগণ শুধুমাত্র পাঠদানই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি রবিবার (২১ সেপ্টেম্বর) শাহ খুররম ডিগ্রী কলেজের হল রুমে কলেজের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক শফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, কলেজ পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আলী হায়দার ফারুক, রশিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা উসমান গণি, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ ভট্টাচার্য প্রমুখ।-বিজ্ঞপ্তি