শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ শিবগঞ্জ উপজেলার দিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ সিমান্তে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন ৫৯ বিজিবি।
চলমান তীব্র শীতে সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি ২০২৬) ৫৯ বিজিবির সার্বিক ব্যাবস্থাপনায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠ নামক স্থানে ৩০০ জন শীতার্ত ও অসহায় জনসাধারনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে:কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিওজিএম, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল-আসিফ এবং সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলান সহ ইউনিটের অন্যান্য পদবীর বিজিবির সদস্যগন।