Sunday, August 10, 2025
Sunday, August 10, 2025
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে বোন খুন।

শিবগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে বোন খুন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন শুকরানী বেগম খালেদা (৪০) নামে এক নারী।

শনিবার সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সাথে শুকরানী বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মারা যান শুকরানী বেগম। আহত হন শুকরানী বেগমের পিতা সবুর আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: