শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি,।
নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারাদেশে ঘোষিত সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে“দারসুল কুরআন” প্রোগ্রাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধায় ইসলামী ছাত্রশিবিরের শিবগঞ্জ পশ্চিম আদর্শ শাখার উদ্যোগে শ্যামপুর চামা বাজার জামে মসজিদে শিবগঞ্জ পশ্চিম আদর্শ শাখার সভাপতি মো,আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম।
তিনি বলেন, পবিত্র কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানবজীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণ দিকনির্দেশনা। একে ভালোভাবে বুঝে জীবন পরিচালনা করলে ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের শিবগঞ্জ পশ্চিম আদর্শ শাখার বায়তুল ও অফিস সম্পাদক শাহাদাত হোসেন, এইচ.আর.ডি সম্পাদক মোজাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো: জিহাদ ইসলাম সহ আরও অনেকে।