Monday, December 15, 2025
Monday, December 15, 2025
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান জলসা।

শিবগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান জলসা।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার দূলর্ভপুর বাজারে এই ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাকের পার্টির সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি বাবলু হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস। এতে প্রধান বক্তা ছিলেন যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতী রজব আলী। দ্বিতীয় বক্তা ছিলেন ময়মনসিংহের যুব ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম। বক্তারা- জলসায় নৈতিকতা, মানবকল্যাণ এবং নবী করিম (সঃ)-এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ইসলামই একমাত্র শান্তির পথ উল্লেখ করেন। কয়েক শতাধিক ভক্ত, আশেকান-জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে জলসাস্থল ভক্ত ও আশেকান-জাকেরানদের মিলনমেলায় পরিণত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: