Monday, December 15, 2025
Monday, December 15, 2025
Homeরাজনীতিশিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ।

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা ড. কেরামত আলী।

সোমবার (৮ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখা অফিসে অসহায়, দুস্থ ও বিধবা মহিলাদের মাঝে সেলাই মেসিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা ড. কেরামত আলী।

তিনি বলেন, একটি দেশের উন্নয়নের সর্বোচ্চ প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি যদি দেশ জাতি সমাজ এবং মানুষের মনের ভেতর থেকে দূর করা যায় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ আরো অনেক বেশি উন্নতি ও সমৃদ্ধশালী দেশ হবে। তাই আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ গড়তে সহযোগিতা করুন।

তিনি আরও বলেন শুধু সেলাই মেশিন প্রদান নয়—নারীদের দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোগ সহায়তা এবং স্বনির্ভরতা বৃদ্ধির আরও কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: