Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeসারা বাংলাশিবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন।

শিবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন।

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও বিকাশ সাধনের লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। উপজেলা প্রশাসন, শিবগঞ্জ ও উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প-এর আওতায় “তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৪নভেম্বর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী বলেন,
“নারী উদ্যোক্তাদের বিকাশ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামীণ পর্যায়ে নারীরা এখন স্বাবলম্বী হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এই ধরনের মেলার মাধ্যমে তারা আরও আত্মবিশ্বাসী হবে এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে।”

উদ্যোক্তারা জানান, আজ০৪ নভেম্বর থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হবে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা, যা চলবে ০৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন ও কেনাকাটায় অংশ নিতে পারবেন।

তিন দিনব্যাপী এই মেলায় চাঁপাইনবাবগঞ্জসহ আশেপাশের বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। এখানে প্রদর্শিত ও বিক্রিত হবে নানান ধরনের তৈরি পোশাক, গার্মেন্টস সামগ্রী, ঐতিহ্যবাহী নকশিকাঁথা, হস্তশিল্প, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রী, স্থানীয় খাবার ও বিভিন্ন দেশীয় পণ্য।

নারী উদ্যোক্তাদের অনেকে জানান, এ ধরনের মেলা তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও বাজার সম্প্রসারণে সহায়তা করে। ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাওয়া, পণ্যের চাহিদা বোঝা এবং নিজেদের উদ্ভাবনী চিন্তাধারাকে বাস্তবায়নের ক্ষেত্র হিসেবে এই মেলাকে তাঁরা গুরুত্ব দেন।

এদিকে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য বসার জায়গা, বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বুথ স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী দিনে মেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নারী উদ্যোক্তাদের পণ্য দেখতে এবং কেনাকাটা করতে অনেকেই ভিড় জমান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: