Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeরাজনীতিশিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে ইউনিয়নের কামাটোলা গ্রামের একটি আমবাগানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা আবু তালেব। এ সময় বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মানিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবু তালেব বলেন, বিএনপি একটি গণমানুষের দল। এই দল বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকে আবারও সেই সময় এসেছে যখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
আমাদের মাঝে চারজন যোগ্য নেতৃবৃন্দ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু আমরা মনে রাখব— ব্যক্তি নয়, দলই আমাদের বড় পরিচয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তাঁকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রত্যেকটি নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে সংগঠিত হতে হবে। ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাতে হবে কেন পরিবর্তন প্রয়োজন, কেন বিএনপির সরকার দরকার। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে আবারও আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং মানুষের মুখে হাসি ফিরিয়ে আনব।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: