Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeবিশেষ প্রতিবেদনশিবগঞ্জে ধান মাড়া ভুত মেশিন কেড়ে নিলো হাতের কবজ্বি।

শিবগঞ্জে ধান মাড়া ভুত মেশিন কেড়ে নিলো হাতের কবজ্বি।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

ছেলে মেয়ের খাবার জোগাড় করতে গিয়ে হাতের কবজ্বিসহ কাহিনা হারালো মোঃ নাসির উদ্দীন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া (শ্যামপুর) গ্রামের মোঃ চাঁন্দ মুহাম্মাদের ছেলে মোঃ নাসিরউদ্দীন। ০২/০৯/২০২৫ তারিখ অভাবের তাড়নায় অন্যের জমিতে ধান কাটতে গিয়েছিল এবং ধানকাটা শেষ করে ধান থেকে লাড়া আলাদা করার জন্য ধান মাড়া ভুত মেশিনে লাড়াসহ ধান ও হাত হলারের ভিতরে ডুকে যায় ফলে হাতের কাহিনা পর্যন্ত চুরমুচার হয়ে খুলে পড়ে যায়। যায়। তৎক্ষনাৎ রাজশাহী বিভাগীয় হাসপাতালে নিয়ে গিয়ে হাতের কাহিনা অপারেশন করে রোগীর প্রাণ বাঁচানো হয়। ০৭/৯/২০২৫ তারিখ রোগী ছাড়পত্র নিয়ে বাড়িতে আসে। এলাকাবাসী মোঃ সেহবুল হক, নজরুল ইসলাম, সেরাজুল ইসলাম জানান,মোঃ নাসির উদ্দীন অত্যান্ত গরীর অসহায় মানুষ। তার সংসারে ছয় মেয়ে ও এক ছেলে। এখন তার চিকিৎসার খরচসহ পরিবারের ভরনপোষণ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে কারণ নাসির উদ্দীন ছিলো সংসারের একমাত্র জোগানদাতা। তাই কোন বিত্তশালী ও সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতো তাহলে ভালো হতো।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: