শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
জাতীয়বাদী দল বি এনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পথ সভার অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা বিএন পির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সাদিকুর রহমানের আয়োজনে ও নেতৃত্বে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠ হতে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শিবগঞ্জ বাজার হয়ে কোট বাজারে গিয়ে শেষ হয়। এ সময় কোট বাজার মোড়ে এক পথ সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে সংসদ নির্বাচন বানচাল করার জন্য একটি দল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্র বানচাল হবে। কেন না বি এনপি চাই যে কোন মূল্যেই হোক জনগণের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। তাই গণতন্ত্রেও উত্থান ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে নির্বাচন অবশ্যই প্রয়োজন। এ সময় বিভিন্ন ইউনিয়ন শিবগঞ্জ পৌরসভা হতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।