
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার উদ্যোগে সর্বস্তরের জনগণের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ডিসেম্বর)বিকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আলজামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাও: তাজুল ইসলামের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও: নবীবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা,উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল ইসলাম, সদস্য সচিব তসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শামিম কবির হেলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু সহদলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



