Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeআইন আদালতশিবগঞ্জে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৬০ কেজি ইলিশ জব্দ।

শিবগঞ্জে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৬০ কেজি ইলিশ জব্দ।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি পৃথক দুটি অভিযানে ৬০ কেজি মা-ইলিশ মাছ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করে বিভিন্ন ইয়াতিম খানায় দেয়া হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে ১৩ অক্টোবর রাতে ও ১৪ অক্টোবর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌফিক আজিজ ও উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমারের যৌথ অভিযানে পদ্মা নদীর তত্তীপুর ও সাত্তার মোড়ে অভিযানচালিয়ে ৬০ কেজি মা ইলিম মাছ উদ্ধার করে। মানবিক বিবেচনায় সমন্বিত শিশু পরিবার, রসুলপুর বালিকা ইয়াাতিমখানা ও মাদ্রাসা, আলহাজ মোশারফ হোসেন মহিলা ইয়াতিমখানা ও পুনর্বাসন কেন্দ্র এবং ছত্রাজিতপুর ইয়াতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে অংশগ্রহণকারী সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌফিক আজিজ উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার জানান, মা-ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: