শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে ও সোনামসজিদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডঃ মাওলানা কেরামত আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে দেশ গড়াার আহ্বান জানান। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।