
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক ট্রলি শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক শিবগঞ্জ পৌরসভাধীন মর্দানা গ্রামের মৃত কশিমুদ্দিনের ছেলে মংলু হক(৬০)ঘটনাটি ঘটেছে ১৬ নভেম্বর ডকাল আটটার দিকে শিবগঞ্জ পৌরসভাধীন শিবগঞ্জ বাজারের কারবালা মোড়ে। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে রনবিবার সকাল আটটার দিকে পণ্য বোঝাই ট্রলি নিয়ে কারবালা মোড়ে।পৌঁছা মাত্র ট্রলির একটি চাকা খুলে পড়ে।এসময় ট্রলি উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই মংলি নিহত হয়। ঘটনাটি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



