Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeআইন আদালতশিবগঞ্জে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২।

শিবগঞ্জে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার বিকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল উদ্ধার করে।

এ ঘটনায় বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকার মাইমুলের ছেলে আবেদ আলী (৩৪) ও দুখু মণ্ডলের ছেলে জসিমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। স্থানীয়রা জানায়, গত এক মাস আগে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় জালাল উদ্দিনের ঢালাই করা একটি গোডাউন ভাড়া নেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবদুস সালাম। সেখানে মেসার্স কাদের সুপার রাইস মিলের আমদানি করা ২ হাজার ৮’শ বস্তা চাল মজুদ করে ওই গোডাউনে রাখেন।

গত ৪ অক্টোবর বিকালে ওই গোডাউনে ১৪২ বস্তা চাল কম দেখতে পান। স্থানীয়রা আরও জানায়, সোমবার বিকালে এলাকাবাসীর সহযোগিতায় শিবগঞ্জ থানা পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাউয়ুম, আবদুল হাকিম, সফিকুল, জামাল ও আবেদ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবেদ আলী ও জসিমকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। শিবগঞ্জ থানার এসআই কবির হোসেন বলেন, এ ঘটনায় রোববার ভুক্তভোগী আবদুস সালাম বাদি থানায় একটি মামলা করেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া বাকি চাল উদ্ধারে অভিযান চলছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: