শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারদিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিঞা,ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান প্রমূখ। জানা গেছে, বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে ও মেলার আয়োজন সহযোগিতা রয়েছে মেটলাইফ ফাউন্ডেশন। বইমেলায় ১২০০টি প্রকাশনা সংস্থার ১০ হাজার বিভিন্ন ধরণের বই স্থান পেয়েছে। বিপণন কার্যক্রম চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া মেলায় ৫ সেপ্টেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৬ সেপ্টেম্বর আবৃত্তি প্রতিযোগিতা ও আবৃত্তি সন্ধ্যা এবং ৭ সেপ্টেম্বর সাংস্কৃতিক উৎসব আয়োজন থাকবে।