Sunday, August 10, 2025
Sunday, August 10, 2025
Homeবিশেষ প্রতিবেদনশিল্পপতি রাগীব আলীর বাংলোয় ডাকাতি মামলায় তার মেয়ে রেজিনা কারাগারে।

শিল্পপতি রাগীব আলীর বাংলোয় ডাকাতি মামলায় তার মেয়ে রেজিনা কারাগারে।

বিশিষ্ট শিল্পপতি, দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মন্ডলীর সভাপতি জনাব রাগীব আলীর মালনীছড়া চা বাগানের বাংলোয় ডাকাতি ও চুরির অভিযোগে দায়ের করা মামলায় তার মেয়ে রেজিনা কাদির (৫৭) কারাগারে রয়েছেন। বাগানের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে তিনি সহ ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, নেত্রকোনা সদর থানার সাতপাই গ্রামের জীবন কুষ্ণ তালুকদারের ছেলে বিদ্যুৎ কুমার তালুকদার ৩১ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন (এয়ারপোর্ট সিআর মামলা নং-২২৮/২০২৫ ইংরেজি)। আদালতের আদেশে মামলাটি থানায় এলে এফআইআর রেকর্ড হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই সকাল ১১টার দিকে রেজিনা কাদির কয়েকজন সহযোগীকে নিয়ে মালনীছড়া চা বাগানের বাংলোর প্রধান ফটকে আসেন। তারা নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে গেট খোলেন এবং বাংলোতে প্রবেশ করেন। সেখানে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের কক্ষের সামনে থাকা নিরাপত্তা রক্ষীদের মারধর করে ঘরে প্রবেশের পর রাগীব আলী ও আব্দুল হাইকে জিম্মি করে কিছু নথিপত্র লুট করেন এবং আলাদা কিছু কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন।

এ সময় বাগানের শ্রমিক ও কর্মচারিরা খবর পেয়ে বাংলোর সামনে ও পেছনের দরজা পাহারা বসিয়ে পুলিশে খবর দেন। রেজিনা কাদির পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাহফুজ (৫০), বকুল, পায়েল (২৪), রোমান (২৮), সিহাব (১৯) ও মো. জয় (২১)সহ মোট ৭ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শ্রমিকরা। আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।

ওসি জানান, আটক ৭ জনকে প্রথমে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়, পরে মামলায় তাদের ‘শ্যোন এ্যারেস্ট’ দেখানো হয়। তারা বর্তমানে জামিনে রয়েছেন।

ওসি আরো জনান, মামলার প্রধান আসামি রোজিনা কাদির গত বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: