Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeরাজনীতিশুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি- সামসুদ্দিন মিয়া ঝুনু।

শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি- সামসুদ্দিন মিয়া ঝুনু।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু। ২৯ ও ৩০ সেপ্টেম্বর বিকেল থেকে গভীর রাত অব্দি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠতে পারে। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তাই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে করে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। সংখ্যালঘু তাকমা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আপনাদের ব্যবহার করেছে। বিএনপি এদেশের সকল ধর্মের সবাইকে সমমর্যাদা দিয়েছে। সম অধিকার দিয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয়ে বিএনপি সব সময় আপনাদের সহযোগিতা করেছে, ভবিষ্যতেও করবে। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, আপনারা যদি ফরিদপুর ১ আসনের উন্নয়ন করতে চান। তাহলে সকল অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। এ আসনের নির্বাচনী এলাকায় কাউকে কোনো অনৈতিক কাজ করতে দেয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিয়া মিলু, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: