Tuesday, April 29, 2025
Tuesday, April 29, 2025
Homeরাজনীতিসখীপুরে ৭৫ বছরের ঐতিহ্যবাহী ফাইলার মেলা ১৫ মিনিটে বন্ধ।

সখীপুরে ৭৫ বছরের ঐতিহ্যবাহী ফাইলার মেলা ১৫ মিনিটে বন্ধ।

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে ফাইলা পাগলার (ফালুচাঁন শাহ)মেলা বন্ধ ঘোষণা করেছে যৌথ বাহিনী।
রবিবার (১২ জানুয়ারি)বিকেল ৪ টায় উপজেলার দাড়িয়াপুরে অবস্থিত ফাইলা পাগলার মাজার প্রাঙ্গণে যৌথ বাহিনীর অভিযান শেষে এ মেলা বন্ধের
ঘোষণা দেওয়া হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী,সেনাবাহিনীর ক্যাপ্টেন এটিএম ফজলে রাব্বি,সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও পুলিশ
সূত্রে জানা যায়,রবিবার বিকেলে ফাইলা পাগলার মেলায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ব্যবসায়ী ও আগত দর্শনার্থীদের মেলাস্থল ত্যাগ করতে ১৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। অপরদিকে দোকানপাট সরিয়ে নিতে ব্যবসায়ীদের দুই ঘণ্টা সময় দেয় যৌথ বাহিনী।

জানা গেছে, ঐতিহ্যবাহী ফাইলা পাগলার মেলা প্রায় ৭৫ বছর ধরে উদযাপন হয়ে আসছে। হিজরী রজব মাসের প্রথম দিন থেকে মেলা শুরু হয়ে মাসব্যাপী চলে এর কার্যক্রম। পূর্ণিমার রাতে হয় বড় মেলা। তবে মানতকারী ভক্ত দর্শনার্থীদের আনাগোনা থাকে সারা মাস। প্রতিদিন দেশের বিভিন্ন জেলার হাজার হাজার লোকজন ঢাকঢোল বাজিয়ে মানত করা মোরগ, খাসি, গরুসহ নানা পণ্যসামগ্রী নিয়ে লালমাটির পাহাড়ি অঞ্চল দাড়িয়াপুরকে এক মিলনকেন্দ্রে পরিণত করে। মাজারের চারপাশের প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত লোকজন মোরগ, গরু-খাসি জবাই করে মানত পূরণ করে।

তবে অভিযোগ রয়েছে, মাজার ঘেঁষেই পাগল ভক্তদের বসার আস্তানা। সেখানে প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়। এই সুযোগে দূরদূরান্ত থেকে আসা যুবকেরা অনেকটা প্রকাশ্যেই মাদক গ্রহণ করে। এ ছাড়া মেলাকে কেন্দ্র করে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের।

মেলা উদযাপন কমিটির সভাপতি কবির হাসান বলেন, দীর্ঘদিন ধরে মেলাটি চলছিল। হঠাৎ করে অদৃশ্য শক্তি মেলা বন্ধের পেছনে কাজ করেছে। রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। মেলায় কোনো অসামাজিক কর্মকাণ্ড ও মাদক সেবন হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, মেলার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। আমরা অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছি। এ কারণে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: