বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম শাহিনুর বাবু। তিনি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার উত্তরপাড়া গ্রামের মান্নান মোল্যার ছেলে। শাহিনুর আলফাডাঙ্গা সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার সকালে নিহত শাহিনুর বাবু ও তার বন্ধু আরিফ মোটরসাইকেলযোগে ফরিদপুর যাচ্ছিলেন। কাদিরদী এলাকায় পৌঁছলে বেপরোয়া গতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করেন। অপর আহত আরিফ বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।