Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeবিশেষ প্রতিবেদনসড়ক দুর্ঘটনায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পাউবোর কর্মকর্তা নিহত।

সড়ক দুর্ঘটনায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পাউবোর কর্মকর্তা নিহত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সড়ক দুর্ঘটনায় নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বিভাগ আঞ্চলিক হিসাব কেন্দ্র (র‌্যাক)’এ কর্মরত সহকারী কর্মকর্তা হিসাব রক্ষক রেজানুল ইসলাম সৈকত (৩৮) নিহত হয়েছে। রবিবার (২২ জুন) বিকালে ওই দূঘটনায় আরও ৭ জন আহত হয়। সকল আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সৈকত নীলফামারী শহরের মার্কাস মসজিদপাড়া মহল্লার লতিফুল ইসলাম রতনের ছেলে ও নীলফামারীর দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শীশ রহমানের খালাতো ভাই।

পুলিশ প্রত্যক্ষদশীরা জানায়, বিকাল ৫টার দিকে তিস্তাপাড়ের ডিমলা উপজেলার ডালিয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজি ৬ জন যাত্রী নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলা আসছিল। পথে জলঢাকা-ডালিয়া সড়কের জলঢাকা এলাকার গোলমুন্ডা ইউনিয়নের বনগ্রাম সুইস গেট এলাকায় বিপরিত দিক দিয়ে আসা ভুট্টা বোঝাই ট্রলির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক সহ ৬ যাত্রী এবং ট্রলির ২ হেলপার সহ ৮ জন আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা হাসপাতালে ও পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ডালিয়া পানি উন্নয়ন বিভাগ, আঞ্চলিক হিসাব কেন্দ্র (র‌্যাক) এ কর্মরত সহকারী হিসাব রক্ষক রেজয়ানুল ইসলাম সৈকত মারা যান। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, অন্যান্য আহত ৭ জন চিকিৎসাধীন রয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: