সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। বিশেষ করে প্রবাসীরা অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে প্রিয় মাতৃভূমির সাথে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।
রবিবার (১৮ জানুয়ারি) বায়তুল বাঘা ৪৬, কুয়ারপারে, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম লন্ডনের ফাউন্ডার মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল ও সানরাইজ স্পেকট্রাম পিস হোম লন্ডনের চেয়ারপার্সন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী ও বিবিসিসিআই এর প্রেসিডেন্ট বাংলা টাউন গ্রুপের চেয়ারম্যান রফিক হায়দার ও রেডিও টিভি ও পিস হোমের পেট্রোন মোহাম্মদ ওয়ারিছ আলি অলিলের বিশেষ সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউরোপীয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ও স্কটল্যান্ডের বাংলাদেশ হাইকমিশনের অনারারি কনসুলর, হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার, বিবিসিআই এর সাবেক প্রেসিডেন্ট ড. ওয়ালি তছর উদ্দিন এমবিই,এ কথা বলেন। তিনি আরও বলেন, মানুষের হাতে শীতবস্ত্র তুলে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসা। ড. ওয়ালি তছর উদ্দিন বলেন সূদুর লন্ডন থেকে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা দিয়ে যাচ্ছে তা প্রবাসীদের গৌরবের বিষয়।
অনুষ্ঠানে রেডিও টিভি ও পিস হোমের সিলেট বুরো প্রধান হার্ট ফাউন্ডেশন সিলেটের জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদের স্বাগত বক্তব্যের মাধ্যম এবং রাজনগর ইন্দেশ্বর কালাইরগুল হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান কর্তৃক কোরান তেলাওয়াত ও যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা হার্ট ফাউন্ডেশন ইউকের কমিটির ভাইস চেয়ারম্যান ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে প্রেসিডেন্ট মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মনসুর আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউকে সারের মোলভেলী কাউন্সিলের সাবেক চেয়ার বিবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলার জাহাঙ্গীর হক, বৃটিশ পার্লামেন্টে সম্ভাব্য এমপি প্রার্থী রেডিও টিভি ও পিস হোম পেট্রোন মোহাম্মদ অহিদ উদ্দিন, পলাশ ট্রাষ্ট গ্রুপের চেয়ারম্যান হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ,মহিলা সম্পাদক লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার পলি রহমান, মেহেরুন্নেছা খান,সাজিদা খান, বিশিষ্ট সমাজসেবী ফজলুল হক মাষ্টার, অয়েস আহমদ, আফসার হোসেন, যুক্তরাজ্য কুয়ারপার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম,জিএসসি সিলেট চাপ্টারের শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ সাগর,আব্দুল হালিম এবং মোঃ মারুফ প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরন ও রাজনগর ইন্দেশ্বর কালাইরগুল হাফিজিয়া দাখিল মাদ্রাসার ওয়াজ মাহফিলে সহযোগিতার জন্য নগদ ১৫ হাজার টাকা ও ১০০ কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে ড. ওয়ালি তছর উদ্দিন এমবিইকে ফুলের তোড়া ও মেডেল পড়িয়ে দেন সানরাইজ স্পেকট্রাম পিস হোমের পক্ষে বাংলাদেশের ট্রেজারার,কর আইনজীবী আহমেদ আরাফাত।