Tuesday, August 5, 2025
Tuesday, August 5, 2025
Homeআইন আদালতসাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক।

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক।

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় তাকে বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

পুলিশ জানায়, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যার ঘটনায় রাজধানীর গুলশান, মিরপুর মডেল ও যাত্রাবাড়ী থানায় দায়ের হত্যা মামলা রয়েছে। তাকে বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে আটক করে নিয়ে আসা হয়েছে। তিনি মিন্টু রোডে ডিবি হেফাজতে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া ওই কর্মকর্তা সিএমপি কমিশনার হওয়ার আগে রাজশাহী পুলিশের ডিআইজি ছিলেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, টেলিকম ও রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা ও যশোর জেলার পুলিশ সুপারও ছিলেন ইকবাল বাহার।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: