Thursday, August 7, 2025
Thursday, August 7, 2025
Homeরাজনীতিসাম্প্রদায়িক রাজনীতি নয়, জাতীয়তাবাদেই আমাদের বিশ্বাস: ইমদাদ চৌধুরী।

সাম্প্রদায়িক রাজনীতি নয়, জাতীয়তাবাদেই আমাদের বিশ্বাস: ইমদাদ চৌধুরী।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময়ই বলে আসছেন, ‘সংখ্যালঘু’ বলে কিছু নেই। এই দেশে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ সমান মর্যাদার অধিকারী। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবারই ক্ষমতায় এসেছে কিংবা বিরোধী দলে থেকেছে, কখনোই ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহারকে উৎসাহিত করেনি। বরং তিনি নেতাকর্মীদেরকে এই ধরনের শব্দ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে হলে সকল জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে বিএনপির মূল নীতি ও দর্শন’। তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে। আমরা কখনো সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নই। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সম্প্রীতিকে গুরুত্ব দেয়। এজন্যই আমাদের দলের নামের সাথেও ‘জাতীয়তাবাদ’ যুক্ত রয়েছে। তিনি বলেন, এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা সহ সকল ধর্মের, সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে বসবাসের অধিকার রাখে। বিশেষ করে সিলেট হচ্ছে সম্প্রীতির নগরী। এখানে সকল গোত্রের মানুষ যুগ যুগ ধরে একত্রে বসবাস করে আসছে। এখানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। ফনিটুলা এলাকার মন্দিরে গভীর রাতে ডাকাতির চেষ্টার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা মনে করি, কোনো একটি কুচক্রী মহল অপতৎপরতায় লিপ্ত হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। তারা দেশ ও সিলেটের শান্তি-শৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে। তবে এরা কোনোদিনই সফল হবে না। তিনি আরও বলেন, যারা সিলেটের সম্প্রীতি ও সিলেটের রাজনীতিকে বিশ্বাস করে না, তারা কখনো সফল হতে পারবে না। সিলেটের মানুষ সবসময় শান্তিপ্রিয় ও সম্প্রীতিপরায়ণ।

তিনি মঙ্গলবার (২২ জুলাই) রাতে নগরীর ৮নং ওয়ার্ডের ফনিটুলা এলাকার মন্দির পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জলবায়ু বিষয় সম্পাদক সবুর আহমদ, স্থানীয় সরকার বিষয়ে সম্পাদক মিনহাজ পাঠান, মহানগর নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমদ খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ, বাবু বিহারী দাস, সুনাতন দাস বাবাজী, প্রদীপ ঘোষ, অর্পন ঘোষ, সজল ঘোষ, নির্মল ঘোষ,সাদন ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: