Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeসারা বাংলাসারাদেশে একযোগে টাইফয়েড (টিসিভি) টিকাদান কর্মসূচির উদ্বোধন: কমলগঞ্জে প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে...

সারাদেশে একযোগে টাইফয়েড (টিসিভি) টিকাদান কর্মসূচির উদ্বোধন: কমলগঞ্জে প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে টিকাদান শুরু।

মৌলভীবাজার প্রতিনিধি:
শিশুদের প্রাণঘাতী রোগ টাইফয়েড প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান কর্মসূচি। এই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী টিকাদান ক্যাম্পেইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আশরাফুল আলম,সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রাহিম বাবর,
এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক পরিমল কান্তি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন,

“সরকারের এই টিকাদান কর্মসূচি শিশুস্বাস্থ্যের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই কার্যক্রম সফল করতে শিক্ষক, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন,

“টিসিভি টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এই টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড সংক্রমণের ঝুঁকি প্রায় শতভাগ হ্রাস পাবে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই—তাই অভিভাবকরা নিশ্চিন্তে সন্তানদের টিকা দিতে পারেন।”

এ সময় মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আশরাফুল আলম বলেন,

“কমলগঞ্জ উপজেলায় সব টিকাদান কেন্দ্রেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি স্বাস্থ্যকর্মী দায়িত্বশীলভাবে কাজ করছেন যাতে কোনো শিশুই বাদ না যায়।

সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবি বলেন- অভিভাবকরা যেন ভয় না পান এই টিকা সম্পূর্ণ নিরাপদ। শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রাহিম বাবর বলেন,
শিক্ষার্থীদের নিয়মিত টিকা গ্রহণের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা সবসময় সচেতন থাকবেন। স্বাস্থ্যকর ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর।
শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে টিকা গ্রহণ করেন।

সরকারের উদ্যোগে চলমান এ কর্মসূচির মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি শিশু টাইফয়েড (টিসিভি) টিকার আওতায় আসবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: