Sunday, August 10, 2025
Sunday, August 10, 2025
Homeরাজনীতিসারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

সারাদেশে মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোমবার (১৪ জুলাই) সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি রেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) জুবের আহমেদ জুবের।

বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, কামরান আহমেদ, জুবায়ের আহমেদ লিলু, এনামুল কবির চৌধুরী সুহেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম. ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আবদুল্লাহ, খায়রুল ইসলাম দুয়েল, আজহার আলী অনিক, শহীদুল ইসলাম অপু , আবুল হোসেন, জহিরুল ইসলাম আলাল প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার পরও ছাত্রদলের নেতাকর্মীরা শান্ত আছে, কারণ আমরা দেশের শান্তি চাই। আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনা সৃষ্টি করলে এবং মব ক্রিয়েট করা হলে তার দায়দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে।

বক্তারা বলেন, গুটিকয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ছবি এবং সম্মানহানি করেছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে অবস্থান গ্রহণ করেনি। আমরা বিশ্বাস করি, ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আর্দশ বহন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্ব ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: