
হযরত শাহজালাল (রাহ.)–এর ঈসালে সাওয়াব উপলক্ষে আজ সোমবার (৮ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই মাহফিলে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ক্বারিগণ অংশগ্রহণ করছেন।
ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে তিলাওয়াত পরিবেশন করছেন—বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারী আনোয়ারুল হাসান শাহ বুখারি কাদেরী, ইরানের কারী মাহদী গোলাম নেজহাদ এবং ফিলিপাইনের কারী নাবীর আসগার। এছাড়াও জাতীয় ও আঞ্চলিক কারী ও ইসলামী সংগীত শিল্পিগণ তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।
এ উপলক্ষে গতকাল সিলেট শহরের একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেট-এর সভাপতি মাওলানা সৈয়দ মওদুদ আহমদ, পরিষদের উপদেষ্টা মণ্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সে সময় তারা সম্মিলিতভাবে সিলেটবাসীসহ দেশের সর্বস্তরের মুসলিম জনতাকে সম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানান।
আয়োজকরা জানান, পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াতের মাধ্যমে সমাজে ইসলামী সংস্কৃতি, আদর্শ ও ঈমানী চেতনা জাগ্রত করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।



