Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeঅর্থ বাণিজ্যসিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৭ জন।

সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৭ জন।

সিলেট প্রতিনিধি :

ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি সিলেটেও মিলছে আকর্ষণীয় উপহার। ক্যাম্পেইনের ২৩তম সিজনে সিলেট বিভাগের বিভিন্ন ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরনের ফ্রি ও নিশ্চিত উপহার।

২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে সিলেট নগরী ও জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই বহু ক্রেতা উপহারের পণ্য পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় (৩ জানুয়ারি) শনিবার সিলেট বিভাগের একাধিক ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ ক্রয় করে সাইড বাই সাইড ফ্রিজ ও টিভি ফ্রি পেয়েছেন ৩ জন সৌভাগ্যবান ক্রেতা।

উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিলেট নগরীর বাসিন্দা ও বিভিন্ন উপজেলার সাধারণ ক্রেতারা, যারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় নিশ্চিত উপহার পান। তাদের হাতে আনুষ্ঠানিকভাবে উপহার তুলে দেন অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, আমি আশা করব ওয়ালটনের প্রতি ভালোবাসা শুধু নয়, তারা দেশের প্রতি ভালোবাসেন এবং দেশের প্রতি দায়িত্ববান হয়েই এ পণ্য ক্রয় করেন। বাংলাদেশের গর্ব ওয়ালটন। সামনে ঈদ আসছে যার জন্য আমাদের মেগা অফার আসবে, যা গতবারের তুলনায় আরও বড় হবে।

তিনি আরও বলেন, সিলেটের অধিকাংশ মানুষ ওয়ালটনের পণ্য ক্রয় করে, আল্লাহর রহমতে আমাদের বেশিরভাগ ক্রেতাই সিলেটের, তাই বলা যায় সিলেটের মানুষ সচেতন।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার মো. সুমন মিয়া, রিজিওনাল সেলস ম্যানেজার শহেল রানা, ওয়ালটন প্লাজা, রিজিওনাল সেলস ম্যানেজার (ডিডব্লিউএন) পিয়াল কুমার দাস প্রমুখ।

ওয়ালটনের উপহার পাওয়া গোলাপগঞ্জের সুলতানা বেগম বলেন, আমি একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ পেয়েছি এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমি ওয়ালটনকে কৃতজ্ঞতা জানাই।

এছাড়াও পুরস্কার পেয়েছেন, লিটন মিয়া, জাকারিয়া।

উল্লেখ্য, ওয়ালটনের এই বিশেষ ডিজিটাল ক্যাম্পেইন সিলেটসহ সারাদেশে চলবে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: