Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeসারা বাংলাসিলেটে ওসমান হাদীর প্রথম গায়েবানা জানাজা সম্পন্ন।

সিলেটে ওসমান হাদীর প্রথম গায়েবানা জানাজা সম্পন্ন।

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর সিলেটের কোর্ট পয়েন্টের কালেক্ট মসজিদের সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাযায় দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভাপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জামায়াত নেতা মো. আশরাফ আলী ফয়সল, এনসিপি নেতা শিব্বির আহমদ, গোলজার হোসেন, লল্লিক হোসেন চৌধুরী, আশরাফ গাজী, লুৎফুর রহমান, আব্দুর রহিম, তোফায়েল আহমদ,
জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ, জুলাই যোদ্ধা আব্দুস সালাম টিপু, জুলাই যোদ্ধা ইকবাল হোসেন, শিক্ষক রাজু আহমদ, রজব আহমদ, সাহেল আহমদ, জাকওয়ান আহমদ, আব্দুল জলিল, জাবেদুর রহমান, সেলিম আহমদ, মো. জুবায়ের আহমদ রুমান, সাফওয়ান আহমদ, নজরুল ইসলাম, মামুন আহমদ সুমন, জুলাই যোদ্ধা রুবেল আহমদ, মঈনুল হক ইমন, শাহীন আহমদ, মুর্শেদ আহমদ, আলী আহমদ, মো. আব্দুল হালিম, তানভীর খান, মাহবুব হোসেন, শিপলু আহমদ। এছাড়াও শরীফ ওসমান হাদীর এ গায়েবানা জানাজার নামাজে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ সহ সর্বস্তরের ছাত্রজনতা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ওসমান হাদীর খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানানো হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। জানাযার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেক্ট জামে মসজিদের সহকারি ছানি হাফিজ নুরুল ইসলাম কামাল। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: