Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিসিলেটে দোয়া, কালো পতাকা উত্তোলন, ব্যাজ ধারণ ও শোক বই খোলা কর্মসূচি।

সিলেটে দোয়া, কালো পতাকা উত্তোলন, ব্যাজ ধারণ ও শোক বই খোলা কর্মসূচি।

কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে
চিরদিন থাকবেন দেশনেত্রী: কয়েস লোদী।

বাংলাদেশের রাজনীতির আকাশে আজ শোকের ছায়া। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সিলেট মহানগর ও জেলা বিএনপির বিএনপি শোক কর্মসূচির অংশ হিসেবে শোক বই স্বাক্ষর, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং খতমে কোরাআন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে তোপখানাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক বই খোলা হয়। শোক বইয়ে প্রত্যেক দিন দুপুর ১২টা থেকে রাত ৪টা পর্যন্ত স্বাক্ষর কার্যক্রম চলবে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী শোক কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বলেন. শ্রদ্ধা ও সম্মান জোর করে আদায় করা যায় না, আবার ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও তা পাওয়া যায় না। এটি মানুষের কাজ, আদর্শ ও চরিত্রের নিরব মূল্যায়নের ভিত্তিতে স্বাভাবিকভাবেই তৈরি হয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, জোর করে আদায় করা শ্রদ্ধা স্থায়ী হয় না, কিন্তু প্রকৃত সম্মান ঠিকই থেকে যায়।
বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গত ১৭ বছরের রাজনৈতিক জীবন এই সত্যের সাক্ষ্য বহন করে। প্রতিকূলতার মুখেও খালেদা জিয়ার অঙ্গীকার, সাহস ও দৃঢ়তা তাকে কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে বসিয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব কাদির শাহী, সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন, ডা. আশরাফ আলী, নুরুল মোমিন খোকন, আফজাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ, মির্জা বেলায়েত হোসেন লিটন, মতিউল বারী মতি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির. দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান রাব্বি প্রমূখ।
এদিকে মরহুমার রুহের মাগফেরাত কামনায় হযরত শাহজালাল (রা:) মাদ্রাসা, নয়াসড়ক মাদ্রাসা, দারুস সালাম মাদ্রাসা এবং কাজীরবাজার মাদ্রাসায় পবিত্র কোরআন খতমে শেষে বাদ আসর শাহজালাল (রা:) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: