Thursday, December 18, 2025
Thursday, December 18, 2025
Homeরাজনীতি"সিলেটে সরকারি উন্নয়ন কর্মসূচিতে জনসম্পৃক্ততা নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব”সিলেটে নাগরিক সংলাপে...

“সিলেটে সরকারি উন্নয়ন কর্মসূচিতে জনসম্পৃক্ততা নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব”সিলেটে নাগরিক সংলাপে বক্তারা।

সিলেটের উন্নয়ন বিষয়ে নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জবাবদিহিতা না থাকায় বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে। সিলেটবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে উন্নয়ন কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। বক্তারা বলেন, সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সিলেটবাসী এই সমস্যার স্থায়ী সমাধান চান। নগরীতে বিশুদ্ধ নিঃশ্বাসের অভাব, এজন্য নগরীতে খোলা পার্ক এবং হাটাচলার স্থান নিশ্চিত করা প্রয়োজন। ছোটদের খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সিলেটের উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা প্রয়োজন।
পিপলস ভয়েস-এর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধায় নগরীর একটি কনভেনশন হলে মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিপলস ভয়েস এর সভাপতি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মোছাদ্দিক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় তিনি বলেন, দিনের ভোট রাতে করে রাজা-রানি হওয়ার স্বপ্ন কেউ আর দেখতে পারবে না। ভোট হবে দিনের আলোতে, জনগণের সামনে।
খন্দকার মুক্তাদির বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আমি আশাবাদী। পাশাপাশি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বদেন তিনি।
নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করার দাবি জানান।
নাগরিক সংলাপে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফালাহা উদ্দিন আহমেদ, সম্মেলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রবাসী জাকির চৌধুরী, পরিবেশবিদ আব্দুল করিম কিম, শাবিপ্রবির ডিন ড. কামাল হোসেন চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, সিলেট চেম্বারে সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, মানবাধিকার কর্মী আতাউর রহমান, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট আশিক উদ্দিন আশু, আব্দুর রহমান রিপন, নজরুল ইসলাম মুনিম, ইকরামুল কবির, ডা. সুলেমান হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: