Sunday, August 17, 2025
Sunday, August 17, 2025
Homeবিশেষ প্রতিবেদনসিলেট বিভাগ যোগযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট মহানগর ও জেলার মানববন্ধন।

সিলেট বিভাগ যোগযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট মহানগর ও জেলার মানববন্ধন।

“ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের
কাজ দ্রুত সম্পন্ন করতে হবে”

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন ও সৃষ্ট যানজট নিরসনের দাবীতে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিলেট বিভাগ যোগযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট মহানগর ও জেলার উদ্যোগে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট বিভাগের সর্বস্তরের জনগণের উন্নয়ন-বাস্তবায়নের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। কর্তৃপক্ষকে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরো বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের রাস্তার বেহাল দশার কারণে দেশের বিভিন্ন স্থানের পর্যটকরা মূখ ফিরিয়ে নিয়েছেন। আগের মতো পর্যটকরা এখন সিলেটে আসছেন না। প্রবাসী বাংলাদেশী সিলেটের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশ সরকারকে সবসময় রেমিটেন্স দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু সিলেটবাসী সবসময় বৈষম্যের শিকার হচ্ছেন এবং দেশের অন্যান্য বিভাগে যে উন্নয়ন হচ্ছে তা থেকে সিলেটবাসী বঞ্চিত হচ্ছেন। সিলেটের উন্নয়নে মনোযোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
বক্তারা বলেন, সিলেট বিভাগের পর্যটন খাত, চা-শিল্প, খনিজসম্পদ, বৈদেশিক মুদ্রা অর্জন ও বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘদিন যাবৎ যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। সিলেট বিভাগের প্রায় কয়েক লক্ষ লোক বিশ্বের বিভিন্ন উন্নত, উন্নয়নশীল এবং মধ্যপ্রাচ্যে কর্মরত আছে। বাংলাদেশের মোট ৬৫% বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে সিলেট বিভাগের প্রবাসী জনগণ। এতে করে বাংলাদেশের বিভিন্ন মেঘা প্রকল্পের কার্যক্রম, আমদানি ও রপ্তানির কাজ সুচারুভাবে সমাপ্ত করা সম্ভব হচ্ছে। প্রবাসীরা যখন বাংলাদেশে এসে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় যাওয়া-আসা করছে তখন বিভিন্নভাবে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
সিলেট বিভাগ যোগযোগ ও উন্নয়ন পরিষদ সিলেট জেলার আহবায়ক মো. কাপ্তান হোসাইন এর সভাপতিত্বে এবং সিলেট মহানগরের আহবায়ক ও বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ সিলেট মহানগরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সালাহ উদ্দিন রিমন ও পরিষদের সদস্য কয়েছ আহমদ সাগর এর যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মো. নিজাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিডো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের সদস্য মো. জয়নাল আবেদীন, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মহি উদ্দিন, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, ঢাকা থেকে আগত সুপ্রীম কোর্টের এডভোকেট আকরামুল, এডভোকেট মো. আব্দুল কালাম আজাদ, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট দিলোয়ার হোসেন, এডভোকেট শুকান্ত বিশ্বাস, বাংলাদেশ পল্লী বিদ্যুতের কর্মকর্তা দেলোয়ার হোসেন, রিডো বাংলাদেশ এর উপদেষ্টা মাহবুবুল আলম চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দৈনিক সিলেটের ডাকের স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ, প্রবাসী কল্যাণ সদস্য মাহবুব খান, যুব সংগঠক আমিন তাহমিদ, মানবাধিকার কর্মী শাহিন আহমদ, সাংবাদিক ফখরুল ইসলাম শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ কাদির, নারী নেত্রী ফাহিমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: