দেশজুড়ে শোকের ছায়া:
বাংলাদেশের রাজনীতির আকাশে আজ শোকের ছায়া। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সিলেট মহানগর ও জেলা বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষনা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় তোপখানাস্থ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে শোক বই খোলা হবে। আজ থেকে আগামী ৭দিন দুপুর ১২ থেকে রাত ৮ পর্যন্ত শোক বই স্বাক্ষর কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হবে।
শোক কর্মসূচি গুলোতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী সিলেট বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সকল সাধারণ মানুষকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি