Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিসিলেট মহানগর কৃষকদলের ১ম সভা অনুষ্ঠিত।

সিলেট মহানগর কৃষকদলের ১ম সভা অনুষ্ঠিত।

সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটবে না। এ পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য কেউ কেউ চাচ্ছেন। কিন্তু যে নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটবে না সেটাকে নির্বাচন বলা যায় না। পিআর পদ্ধতির নির্বাচনে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তিনি আরো বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে এদেশের মানুষ ছিল অধিকার বঞ্চিত। আওয়ামী লীগের লুটপাট ও অপকর্মের কারনে দেশের বিজার্ভ কমতে কমতে তলানিতে ঠেকেছিল। এখন সময় এসেছে জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার।

তিনি গতকাল শনিবার বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর কৃষকদলের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। সিলেট মহানগর কৃষকদের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সৈয়দ নোমানুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এ কে এম শাহজাহান, সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, বদরুল আলম, অধ্যাপক শামসুর রহমান, মকবুল হোসাইন, জেলা শাখার যুগ্ম আহবায়ক মোক্তার আহমদ বকুল, মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, তফজ্জুল হোসেন, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, ফখর উদ্দিন, হাজী আনোয়ার হোসেন, হাজী আফতাব উদ্দিন, সুলতান আহমদ চৌধুরী, নূরুল ইসলাম, আবুল কাশেম চৌধুরী, ইকবাল হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: