Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeরাজনীতিসিলেট শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি কয়েস লোদী।

সিলেট শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি কয়েস লোদী।

সিলেটের টুকের বাজারের অবস্থিত শাহ খুররম ডিগ্রী কলেজের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলববার (২২ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মনোনীত সভাপতি হিসেবে রেজাউল হাসান কয়েস লোদী নাম উল্লেখসহ জাতীয় বিশ্ববিদ্যালযের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ঘোষিত এডহক কমিটিতে সিলেট সিটি কর্পোরেশের সাবেক প্যানেল মেয়র (১ম), মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতে অনার্সসহ মার্স্টাস ডিগ্রীধারী রেজাউল হাসান কয়েস লোদীকে সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আলী হায়দার ফরুখ, প্রতিষ্ঠাতা একজন, প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা ও হিতৈষীদের মধ্যে একজন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে একজন ও সদস্য সচিব হিসেবে পদাধিকার বলেন অধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী তার দায়িত্ব পালনে ও কলেজের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: