Tuesday, August 12, 2025
Tuesday, August 12, 2025
Homeরাজনীতিসিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা।

সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা।

সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শুক্রবার (১১ জুলাই) সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন তিনি।

এসময় সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন- সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সকলের কাছে দোয়া চেয়েছি। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট ডিভিশনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনাকে চাই। তিনি যদি এ আসনে আসেন, তাহলে আমরা নগরবাসী তথা পুরো বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হবো। আর উনি যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমি সবার কাছে দোয়া চাই যে আমি ইজাজত নিয়েছি যে আমি কার্যক্রম শুরু করবো কি না। আমাকে আমার এলাকার মুসল্লিয়ান, এই শহরের মুরব্বিয়ানরা আমাকে ইজাজত দিয়েছেন। আমার দাবী হচ্ছে, সিলেট-১ আসনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমার বিভাগের উন্নয়নের জন্য, আমার এই সিলেটের উন্নয়নের জন্য আমরা সবাই সেক্রিফাইস করবো তিনি আমাদের মধ্যে আসুন। আর আমি এই শহরের আপনাদের দীর্ঘদিনের সেবক হিসেবে ইজাজত নিয়েছি, আমি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমার কার্যক্রম শুরু করলাম।

এসময় তিনি আরও বলেন, এই মসজিদে (ব্ন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: