Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeরাজনীতিসিসিকের মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

সিসিকের মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

সিলেট মহানগর মহিলা দলের অন্তর্ভূক্ত সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডে এক কর্মী সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর ওয়ার্ডের মন্সিপাড়াস্থ জেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাহেলা আক্তার চৌধুরীর বাসভবনে আয়োজিত কর্মী সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী স্বাক্ষরিত এক পত্রে ময়মুন নেছাকে আহ্বায়ক ও রুবেনা আক্তার রুমিকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিনা (রাবেয়া সুলতানা বিনা), রোকসানা বেগম, আসমা বেগম, ছালেহা বেগম, শিল্পী বেগম, শিউলি আক্তার, ঝর্না বেগম, হাজেরা বেগম, ছালেহা বেগম।
মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির সভাপতিত্বে ও ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি আসমা আলম, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, সহ সাধারন সম্পাদক সাফিয়া খাতুন মনি, সদস্য নাজমীন বেগম, হালিমা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সামসুদ্দিন আহমদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সহ-সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা, সহ সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লাহিন, সৈয়দ আলী রেজা সাচ্চু, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, মুন্না প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: