Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতিসুরক্ষা বঞ্চিত মেয়েদের মধ্যে ভিপি মাহবুবুল হক চৌধুরীর জায়নামাজ বিতরণ।

সুরক্ষা বঞ্চিত মেয়েদের মধ্যে ভিপি মাহবুবুল হক চৌধুরীর জায়নামাজ বিতরণ।

সিলেটের খাদিমনগরের সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ভিপি মাহবুবুল হক চৌধুরীর জায়নামাজ বিতরণ। কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক মো. আফিল উদ্দিনের সভাপতিত্বে ও কারিগরি প্রশিক্ষক মো. দেলওয়ার হোসেনের পরিচালনায় রবিবার (২ নভেম্বর) দুপুরে কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি জায়নামাজ বিতরণ করেন।
সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী সুবিধাবঞ্চিত বঞ্চিত মেয়েদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে শীঘ্রই একটি অভ্যস্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে আশ্বাস দেন। এই প্রতিযোগিতা হবে সুরক্ষা বঞ্চিত মেয়েদের মধ্যে। তিনি সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবাইকে দাড়ানোর জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মাছুম আহমদ চৌধুরী, ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হান্নান (দক্ষিণ সুরমা), আনোয়ারা বেগম চৌধুরী (সদর), শিল্পী বেগম গোলাপগঞ্জ), প্রশিক্ষক নাজমা খানম প্রমুখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: