
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে সোনামসজিদ জিরো পয়েন্ট থেকে একটি বিজয় র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক আদিনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক, শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক হামিদুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ তৈনুর ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বেনি আমিন ও শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।
বিজয় সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। সুতরাং এ অর্জন আমাদের সকলেরই। এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।