Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeবিশেষ প্রতিবেদনসোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় বাবুল...

সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় বাবুল হাসনাত দুরুলকে শুভেচ্ছা।

মোহাঃহাফিজুর রহমান,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।

সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক আলহাজ্ব মোঃ একরামুল হক এর মৃত্যুতে সোনামসজিদ আমদানি কারক গ্রুপের সভাপতির পদ শুন্য হয়ে যায়। ২ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি বাবুল হাসনাত দুরুলকে সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। নবনির্বাচিত সভাপতিকে সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ ও বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় বলা হয়, দীর্ঘদিন ধরে বাণিজ্য উন্নয়ন, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাবুল হাসনাত দুরুলের অবদান প্রশংসনীয়। তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব সোনামসজিদ স্থল বন্দরকে আরও গতিশীল ও বাণিজ্যবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে বলে সবাই আশা প্রকাশ করেন।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর বাবুল হাসনাত দুরুল বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও অনুপ্রাণিত। ব্যবসায়ীদের সমস্যা সমাধান, আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বন্দরসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

উল্লেখ্য, বাবুল হাসনাত দুরুল দীর্ঘদিন ধরে বাণিজ্য অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন এবং সোনামসজিদ স্থল বন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি, মোঃ মোস্তাকুল হক, সাধারণ সম্পাদক, মোহাঃ আরিফ উদ্দীন (ইতি), যুগ্ম সম্পাদক, আব্দুল্লাহ আল মাহমুন, সহ-সাধারণ সম্পাদক, সাব্বির হক, কোষাধ্যক্ষ, মোহাঃ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক, মোঃ মাসুদ রানা, দপ্তর সম্পাদক, মোঃ মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য, মোঃ মতিউর রহমান, মোঃ জামাল উদ্দিন, মোঃ সেরাজুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ মামুনুর রশিদ, আব্দুল আওয়াল, মোঃ আসাদুল হক (বিয়েল)।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: