Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeবিশেষ প্রতিবেদনহযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতের বিক্ষোভ মিছিল।

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতের বিক্ষোভ মিছিল।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তিকারী দিপু রায়সহ তার সমর্থক হিরা রায় ও মনি রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাণীশংকৈল শাখার আয়োজনে, সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আবাদ তাকিয়া মাদ্রাসা মোড়ে সমাবেশ শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান”, “রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান”, “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে হেফাজতের রাণীশংকৈল উপজেলা সভাপতি মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা হেফাজতের শাহী আমীর মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, রাণীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা হেফাজতের শাহী আমীর মাওলানা এমদাদুল হক বলেন, “রাসুলুল্লাহ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তার বিরুদ্ধে কটূক্তি মুসলিম উম্মাহর জন্য গভীর আঘাত। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে পুরো ঠাকুরগাঁও জেলায় অচল আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: