
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)’র পরিচালক এবং আল-হামরা শপিং সিটি দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যুতে আজ সারাদেশের মানুষ গভীর শোকাহত। এদেশের মুক্তি কামী মানুষ শরীফ ওসমান হাদীকে তাদের একান্ত আপন জন হিসেবে বরণ করে নিয়েছিলেন। শরিফ ওসমান হাদী এদেশের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছিলেন। যারা হাদির আধিপত্যবাদ বিরোধী অবস্থানকে মেনে নিতে পারেনি, তারাই শরীফ ওসমান হাদীকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। আমি অবিলম্বে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্রে করে ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করল। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছে তা সফল হবে না, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সিলেট সহ সারা দেশের মানুষের প্রতি আহ্বান আসুন আমরা সবাই মিলে ধৈর্য ও সাহসিকতার সাথে এবং সহনশীলতার মধ্য দিয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করি। আর পরিস্থিতির সুযোগ নিয়ে কোন স্বার্থান্বেষী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে এবং জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।-বিজ্ঞপ্তি



