
মৌলভীবাজার প্রতিনিধি:
সামাজিক দায়িত্ববোধ আর মানবিক সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে সংগঠনের সমন্বয়কবৃন্দ একযোগে পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রশাসনিক দপ্তর ঘুরে দেখেন। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সেবা-মান উন্নয়নে গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
সবচেয়ে ব্যতিক্রমধর্মী দিক ছিল রোগী ও দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে হাসপাতালে বিভিন্ন স্থানে সচেতনতামূলক স্টিকার সংযোজন, যা উপস্থিতদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়ায়।
এ সময় পরিষদের সদস্যরা হাসপাতালের পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, রোগী সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। রোগীরা আন্তরিকতার সঙ্গে জানান, ঐক্য পরিষদের এমন উদ্যোগে তারা অনুপ্রাণিত।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
“স্বাস্থ্য খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং সেবার মান নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর হাসপাতালের সেবা উন্নয়নের দাবিতে ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল।
সাম্প্রতিক এই পরিদর্শনে তারা নবাগত নার্সদের সাথে কুশল বিনিময় ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান।
স্থানীয় মহলে ঐক্য পরিষদের এ উদ্যোগকে “মানবিক দৃষ্টান্ত” হিসেবে প্রশংসা করছেন অনেকে।



