Sunday, April 27, 2025
Sunday, April 27, 2025
Homeরাজনীতিহাসিনা ষড়যন্ত্র করে আরাফাত রহমান কোকোকে হত্যা করেছেন: কয়েস লোদী।

হাসিনা ষড়যন্ত্র করে আরাফাত রহমান কোকোকে হত্যা করেছেন: কয়েস লোদী।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শেখ হাসিনার ষড়যন্ত্র করে জিয়া পরিবারকে ধ্বংসের অংশ হিসেবে আরাফাত রহমান কোকো এক ধরণের হত্যার শিকার হয়েছিলেন। বিগত ১৭ বছর ফ্যাসিস আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে তা নজির বিহিন। একটি পরিবার শত নির্যাতন নিপীড়ন অপেক্ষা করে দেশের মানুষের জন্য প্রাণপণ লড়াই করেছে যা সমগ্র বিশ্ব অবলোকন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো নিবেদিত প্রাণ মানবিক ব্যাক্তি ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা কোকোর অবদান অস্বীকার করে, হাসিনা কোকোর চিকিৎসা করাতে দেয় নি, দেশে আসতে দেয় নি, ষড়যন্ত্র ও চক্রান্ত করে কোকোকে হত্যা করেছে।

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ জুম্মা হযরত শাহজালাল (রা:) দরগাহ মাসজিদে দোয়া মাহফিল পূর্বেক আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি আমির হোসেন, ডা. আশরাফ আলী, মুফতি নেহাল, আব্দুর রহিম মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ সুহেল, মতিউল বারী খূর্শেদ, সাংগঠনিক সম্পাদ জাকির হোসেন মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না,সহ সাংগঠনিক সম্পাদকদ সৈয়দ রহিম আলী রাসু, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, সহ শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, শেখ মোঃ ইলিয়াস আলী

সদস্য চান মিয়া বাচ্চু,শাহজাহান আহমদ, আব্দুল লতিফ খান, ইফতেখার আহমদ পাবেল, শহিদুর রহমান সানি, মোঃ হারুনর রশীদ, নুরুল ইসলাম লিমন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক -নজির হোসেন, বিএনপি নেতা শাহিদুল ইসলাম কাদির, মহানগর যুবদলের সহ সভাপতি মির্জা জাহেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, ইফতেখার আহমদ রুমেল, আক্তার জয় প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: